Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রখ্যাত ব্যক্তিত্ব

১। হয়রত মাওলানা আলহাজ্ব হাফিজ আকবর আলী। সিলেট ৩৬০ আউলিয়ার পূর্ন ভূমি হয়রত শাহাজালাল (বাঃ) দরগাহ জামে মসজিদের ইমাম ছিলেন । তিনি ইসলামের সেবায় নিজের সারাটি জীবন বিলিয়ে দেন। তাহার নিজ গ্রাম মাটিজুরাতে একটি দ্বীন মাদ্রাসা প্রতিষ্টিত করেন । প্রতিষ্টান টির  নাম জামেয়া আশরাফিয়া ইসলাম নগর মাটিজুরা। এই মহান ওলীর বাড়ী ৮নং তিলপাড়া ইউনিয়নের মাটিজুরা গ্রামে অবস্থিত ।

 

২। বীর মুক্তিযোদ্ধা সুবেদার মেজর অবঃ হাজী মঞ্জুর আলী খান ওরফে মোঃ মঞ্জুর আলী তালুকদার। ১৯৭১ সলে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে তিনি  ত্রিপুরা ৪ নং  রানী বাড়ী সেক্টরের অধীনে সাব সেক্টরের কমান্ডারের দায়িত্বে ছিলেন।  এই বীরমুক্তিযোদ্ধার বাড়ী ৮নং তিলপাড়া ইউনিয়নের তিলপাড়া গ্রামে অবস্থিত।   

                                                                                                            

৩। মেজর জেনারেল আছাব উদ্দিন । তিনি বাংলাদেশ সেনাবহিনীতে দীর্ঘ দিন স্কাউট প্রধান হিসেবে দায়িত্বে ছিলেন। তিনি বর্তমান সরকারের দায়িত্বে বাংলাদেশের রাষ্ট্রদ্রুত হয়ে কুয়েতে  আছেন । এই মহান ব্যক্তির বাড়ী তিলপাড়া ইউনিয়নের মাটিজুরা গ্রামে অবস্থিত।