১। হয়রত মাওলানা আলহাজ্ব হাফিজ আকবর আলী। সিলেট ৩৬০ আউলিয়ার পূর্ন ভূমি হয়রত শাহাজালাল (বাঃ) দরগাহ জামে মসজিদের ইমাম ছিলেন । তিনি ইসলামের সেবায় নিজের সারাটি জীবন বিলিয়ে দেন। তাহার নিজ গ্রাম মাটিজুরাতে একটি দ্বীন মাদ্রাসা প্রতিষ্টিত করেন । প্রতিষ্টান টির নাম জামেয়া আশরাফিয়া ইসলাম নগর মাটিজুরা। এই মহান ওলীর বাড়ী ৮নং তিলপাড়া ইউনিয়নের মাটিজুরা গ্রামে অবস্থিত ।
২। বীর মুক্তিযোদ্ধা সুবেদার মেজর অবঃ হাজী মঞ্জুর আলী খান ওরফে মোঃ মঞ্জুর আলী তালুকদার। ১৯৭১ সলে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে তিনি ত্রিপুরা ৪ নং রানী বাড়ী সেক্টরের অধীনে সাব সেক্টরের কমান্ডারের দায়িত্বে ছিলেন। এই বীরমুক্তিযোদ্ধার বাড়ী ৮নং তিলপাড়া ইউনিয়নের তিলপাড়া গ্রামে অবস্থিত।
৩। মেজর জেনারেল আছাব উদ্দিন । তিনি বাংলাদেশ সেনাবহিনীতে দীর্ঘ দিন স্কাউট প্রধান হিসেবে দায়িত্বে ছিলেন। তিনি বর্তমান সরকারের দায়িত্বে বাংলাদেশের রাষ্ট্রদ্রুত হয়ে কুয়েতে আছেন । এই মহান ব্যক্তির বাড়ী তিলপাড়া ইউনিয়নের মাটিজুরা গ্রামে অবস্থিত।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস