উপজেলা সদর থেকে প্রায় ৮ কিঃ মিঃ পশ্চিম দক্ষণে গ্রামীণ জনপদে অবস্থিত। ২টি পাকা ও ১টি অর্ধপাকা ইউ প্যাটার্নের দালান ১৪টি কক্ষ বিশিষ্ট। ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণী পর্যমত্ম ৫টি ক্লাস রয়েছে। মানবিক বিভাগের পাশাপাশি বিজ্ঞান বিভাগও চালু আছে। ১০ জন শিক্ষক ও ৩ জন কর্মচারী কর্মরত রয়েছেন। বিদ্যালয়ে ১টি ৩ তলা ভবন নির্মাণাধীন। চারটি ‘‘খ’’ শাখা খোলার জন্য স্থানীয় শিক্ষা অফিসার, নির্বাহী অফিসার ও বোর্ডের সুপারিশ অনুমোদনের জন্য অগ্রবর্তী করা হয়েছে।
প্রায় ১ একর ভূমির উপর বিদ্যালয়টি ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত হয়। দাসউরা গ্রামের সর্ব জনাব হাজী আব্দুল কৈয়ূম, হাজী মনোজ্জির আলী, হাজী ছুরপান আলী, হাজী ফরিজ আলী ও মোঃ আতাউর রহমান ৫টি পৃথক পৃথক দলিলের মাধ্যমে .৬৯ শতক ভূমি গ্রাম বাসীর পক্ষে বিদ্যালয়ের রেজিষ্ট্রি করে দেন। পরবর্তী পর্যায়ে হাজী ইছবর আলী ও মিছফর আলী .২৬ শতক ভূমি দান করেন। দাসউরা, সদরপুর, গাংকুল, সানেশ্বর, ইনাম, চান্দলা, নন্দিশ্বর, মাটিজুরাসহ তিলপারা ইউনিয়নের ছোট-বড় কয়েকটি গ্রামের জনসাধারণ এই বিদ্যালয়ের উন্নয়নের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে জড়িত। বিদ্যালয়টি ১৯৭২ সালে জুনিয়র হিসাবে ও ১৯৮১ সালে মাধ্যমিক হিসাবে স্বীকৃতি পায়। ১৯৮৮ সালে বিজ্ঞান বিভাগ চালু হয়। প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক জনাব মোঃ গিয়াস উদ্দিন।
ছাত্র-ছাত্রীর সংখ্যা (শ্রেণীভিত্তিক) | ছাত্র | ছাত্রী | মোট | |
৬ষ্ঠ | ৬৬ | ৯৩ | ১৫৯ | |
৭ম | ৭৩ | ৭৩ | ১৪৬ | |
৮ম | ৩৭ | ৫২ | ৮৯ | |
৯ম | ২৭ | ৪৫ | ৭২ | |
১০ম | ৩৭ | ৬৩ | ১০০ | |
মোট | ২৪০ | ৩২৬ | ৫৬৬ |
পরিচালনা পর্ষদের সভাপতি | জনাব হাজী মোঃ সজ্জাদুর রহমান, গ্রামঃ দাসউরা, ডাকঃ দাসউরা বাজার, উপজেলাঃ বিয়ানীবাজার, জেলাঃ সিলেট। |
বর্তমান পরিচালনা কমিটির তথ্য | সভাপতিঃ জনাব হাজী মোঃ সজ্জাদুর রহমান, গ্রামঃ দাসউরা। সদস্যসচিবঃ জনাব মোঃ মজির উদ্দিন, গ্রামঃ দাসউরা। দাতা সদস্যঃ জনাব হাজী নিছফর আলী, গ্রামঃ দাসউরা। অভিভাবক সদস্যঃ জনাব মোঃ নজমুল ইসলাম, গ্রামঃ দাসউরা। জনাব হাজী মোঃ আব্দুর রব, গ্রামঃ দাসউরা। জনাব মোঃ আব্দুল হান্নান, গ্রামঃ দাসউরা। জনাব ডাঃ মোঃ আয়ূব আলী, গ্রামঃ সানেশ্বর। শিÿানুরাগী সদস্যঃ জনাব মোঃ মুছলেহ উদ্দিন, গ্রামঃ মাটিজুরা। শিÿক প্রতিনিধি সদস্যঃ শ্রী বিশ্বজিৎ দাস, গ্রামঃ পনিশাওয়া, ডাকঃ দাসের বাজার, জেলাঃ মৌলভীবাজার। শিÿক প্রতিনিধি সদস্যঃ জনাব মোঃ আব্দুর রহমান, গ্রামঃ গাংকুল, ডাকঃ দাসউরা বাজার, উপজেলাঃ বিয়ানীবাজার, জেলাঃ সিলেট। |
বিগত ৫ বছরের সমাপনী/পাবলিক পরীÿার ফলাফল (ছক) | পরীÿা | সাল | পরীÿার্থী সংখ্যা | উত্তীর্ণ | পাশের হার | ||
এসএসসি | ২০০৭ | ৪২ | ১১ | ২৬.১৯% | |||
’’ | ২০০৮ | ২৮ | ১৫ | ৫৩.৫৭% | |||
’’ | ২০০৯ | ৩৩ | ৩০ | ৯০.৯১% | |||
’’ | ২০১০ | ৩১ | ৩০ | ৯৬.৭৭% | |||
’’ | ২০১১ | ৩৭ | ২৭ | ৭২.৯৭% | |||
জেএসসি | |||||||
জেএসসি | ২০১০ | ১০০ | ৫৫ | ৫৫% | |||
’’ | ২০১১ | ১১২ | ৯৪ | ৮৩.৯২% | |||
২০০৯ সালে ৮ম শ্রেণীতে ১ জন ও ২০১০ সালে ৮ম শ্রেণীতে ১ জন সাধারণ বৃত্তি পেয়েছে। এর আগেও টেলেন্টপুল ও সাধারণ বৃত্তি প্রাপ্ত ছাত্র-ছাত্রী রয়েছে।
২০০৯ সালে ৮ম শ্রেণীতে ১ জন ও ২০১০ সালে ৮ম শ্রেণীতে ১ জন সাধারণ বৃত্তি পেয়েছে। এর আগেও টেলেন্টপুল ও সাধারণ বৃত্তি প্রাপ্ত ছাত্র-ছাত্রী রয়েছে।
একটি প্রথম শ্রেণীর বিদ্যালয়ে উন্নীত করার জন্য নিরলস প্রচেষ্টা অব্যাহত আছে। একাদশ, দ্বাদশ শ্রেণী খোলার জন্য শিÿকবৃন্দ, পরিচালনা কমিটি ও এলাকাবাসীর প্রবল ইচ্ছা রয়েছে। |
বিয়ানীবাজার-চন্দরপুর রাসত্মার পার্শ্বে অবস্থিত নালবহর বাজার থেকে তিলপারা ইউনিয়ন সংযোগ রাসত্মাটি স্কুলের সম্মুখ দিয়ে তিলপারা ইউনিয়ন অফিস পর্যমত্ম বিসত্মৃত। ছোট গাড়ীই যোগাযোগের একমাত্র মাধ্যম।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস