Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
ঐতিহাসিক নানকার আন্দোলন
Location

৮নং তিলপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডে সানেশ্বর গ্রামে অবস্থিত।

Transportation

এটি সানেশ্বর গ্রামে অবস্থিত । বিয়ানীবাজার উপজেলা থেকে সিএনজি যোগে আসা যায়।

Contact

0

Details

সানেশ্বর গ্রামটি ইতিহাসের এক অমর স্মৃতি বহন করে আসছে। ১৯৪৯ সালে সাবেক পাকিস্তানী আমলে নানকার আন্দোলনে ১৮ই আগষ্ট তারিখে সানেশ্বর দক্ষিন মাঠে পুলিশের সাথে জন সাধারনের এক তমুল সংগ্রাম সংঘটিত হয় । যার ফলে ঘটনার স্থলে ছয়জন কৃষক শহীদ বরন করেন।এই ঘটনাকে কেন্দ্র করে পাকিস্তান সরকার জমিদারী প্রথা উচ্ছেদ করতে বাধ্য হয়। নানকার আন্দোলনে মৃত শহীদ মিনার গ্রামের দক্ষিনের মাঠে স্থাপিত হয়েছে।